অলিম্পিকের সাঁতারে আরো এক বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক:
আসন্ন টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে সাঁতার ডিসিপ্লিনে অংশ নিতে যাচ্ছেন দুজন ক্রীড়াবিদ। একজন হলেন ‘লন্ডন কন্যা’ জুনায়না আহমেদ। অপরজন ফ্রান্সে উচ্চতর প্রশিক্ষণে থাকা আরিফুল ইসলাম।
জুনায়নার নাম আগে থেকেই নিশ্চিত ছিল। এরপর আরিফুলের নামও নিশ্চিত করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। এই দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিও যাবেন।
বিশ্ব সাঁতার সংস্থা থেকে অলিম্পিকের মাধ্যমে আগেই লন্ডনপ্রবাসী জুনায়না আহমেদের নাম নিশ্চিত করা হয়েছিল। এদিকে ছেলেদের মধ্যে জুয়েল আহমেদ ও আরিফুলের মধ্যে একজনকে বাছাই করতে বলা হয়েছিল।
পারফরম্যান্স ও অন্য সবকিছু মিলিয়ে বাংলাদেশ সাঁতার ফেডারেশন আরিফুলের নাম নিশ্চিত করেছে। দুজনই ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেবেন।
এ প্রসঙ্গে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘জুনায়নার নাম আগেই নিশ্চিত হয়েছে। আর আজ আরিফুলের নাম বাছাই করে অলিম্পিকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। সবকিছু বিবেচনা করেই আরিফুলের নাম পাঠানো হয়েছে।’