সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের উদ্বোধন ও অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান
বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের’ উদ্বোধন ও
অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে “সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের” উদ্বোধন করা হয়েছে।
খুলনা ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় ও সাতক্ষীরা ব্লাড ব্যাংকের তত্ত্ববধায়নে বরবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: মো: হুসাইন সাফায়াত। পরে সাতক্ষীরা ব্লাড
ব্যাংকের পক্ষ থেকে একজন অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এটি একটি মহাৎ উদ্যোগ। বর্তমান পরিস্থিতিতে মানুষ যে কত অসহায় তা কল্পনার বাইরে, তবে সাময়িক এই
পরিস্থিতি মোকাবেলায় সকলকে এক সাথে কাজ করতে হবে। বৈশ^ক মহামারিতে সাতক্ষীরা ব্লাড ব্যাংকের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং সাতক্ষীর সদর হাসপাতালের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি
তিনি খুলনা ব্লাড ফাউন্ডেশনকে সাতক্ষীরার অসহায় মানুষের অক্সিজেন সংকট মোকাবেলায় সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সাতক্ষীরা ব্লাড ব্যাংকের সিনিয়র উপদেষ্টা ও সরকারী কলেজের সহযোগি অধ্যাপক মুস্তাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার, খুলনা বিএল কলেজের সহকারি
অধ্যাপক আবু তালেব, খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ উদ্দীন সবুজ, সাংগঠনিক সম্পাদক কমলেশ বাছাড়, নিউ মটর সাইকেল মার্ট’র স্বাত্বাধিকারী জিয়াউল আলম জিয়া, সাতক্ষীরা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা
সভাপতি মঈনুল আমিন মিঠু, সাধারণ সম্পাদক খালিদ হাসান প্রমুখ।