কালিগঞ্জে স্ত্রী ধর্ষনের পাল্টাপাল্টি অভিযোগ
এম ডি আরাফাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেদের স্ত্রী দিয়ে ধর্ষনের চেষ্টার পাল্টাপাল্টি
অভিযোগ পাওয়া গেছে। নিজেদের স্ত্রীকে বড় হাতিয়ার বানিয়ে দু’পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে। এসব ঘটনা নোংরা রাজনীতির প্রতিফলন বলে মনে করছে স্থানীয়রা। ধর্ষনের চেষ্টার অভিযোগ দিয়ে গত ২৯ শে এপ্রিল মামলা করেন কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের হাফিজুল ঢালীর স্ত্রী। অভিযুক্ত ব্যক্তি হলেন একই এলাকার ছেলে কেরামত গাজী।
মামলার বাদী জানান,অভিযুক্ত কেরামত বিভিন্ন সময় তাকে উত্যক্ত করত। গত ২৬ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে ঘরের ভিতরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর আত্নচিৎকারে প্রতিবেশীরা তাকে কেরামতের হাত থেকে রক্ষা করে। পরবর্তীতে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কে এম রওশন আলীকে জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করতে বলেন ভুক্তভোগী পরিবারকে। তার সহায়তায় নিয়ে থানায় মামলা দায়ের করেন বলে জানান হাফিজুলের স্ত্রী।
তবে সাংবাদিকদের সামনে কেরামতের উত্যক্তের শিকার একই এলাকার কামরুজ্জানের স্ত্রী বলেন, তাকে বিভিন্ন সময় ফোন করে তাকে কুপ্রস্তাব দিতো কেরামত। এ নিয়ে তিনি সাফিয়াকে জানালেও কোন প্রতিকার পাননি।
তবে সাংবাদিকদের সামনে কেরামতের উত্যক্তের শিকার একই এলাকার কামরুজ্জানের স্ত্রী বলেন, তাকে বিভিন্ন সময় ফোন করে তাকে কুপ্রস্তাব দিতো কেরামত। এ নিয়ে তিনি সাফিয়াকে জানালেও কোন প্রতিকার পাননি।
স্থানীয় রফিকুল, শাহিনসহ অনেকে জানান, হাফিজুলের স্ত্রীকে সহযোগিতা করে কেরামতের বিরুদ্ধে মামলা করায় রওশনের উপর ক্ষেপে যায় কেরামত গাজী। ধর্ষনের চেষ্টার মিথ্যা নাটক সাজিয়ে রওশনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে কেরামতের স্ত্রী । প্রকৃত ঘটনা আড়াল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে কেরামত আলী এমনই জানান তারা।
স্থানীয় শোকর আলী মোড়ল জানান, হাফিজুলের স্ত্রী ও কেরামতের স্ত্রী যে অভিযোগ করছে সব মিথ্যা। নোংরা রাজনীতি করতে যেয়ে নিজেদের সম্মান রাস্তায় বের করছে বলে জানান তিনি ।
স্থানীয় শোকর আলী মোড়ল জানান, হাফিজুলের স্ত্রী ও কেরামতের স্ত্রী যে অভিযোগ করছে সব মিথ্যা। নোংরা রাজনীতি করতে যেয়ে নিজেদের সম্মান রাস্তায় বের করছে বলে জানান তিনি ।
ভুক্তভোগী কেরামত গাজীর স্ত্রী জানান, তার স্বামীকে মামলা থেকে অব্যহতি দিবে বলে গত কয়েকদিন আগে রাত সাড়ে ১০ টার দিকে তার বাড়ীতে আসে রওশন আলী। এসময় তাকে কুপ্রস্তাব দিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে জানালা ভেঙে পালিয়ে যায় রওশন।
এ বিষয়ে জানতে চাইলে রওশন আলী জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে কেরামতের স্ত্রী। কেরামতের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার স্ত্রীকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। সে চেয়ারম্যান পদপ্রার্থী এজন্য চেয়ারম্যানের মেয়ে সাফিয়া পারভীনের কাছের লোক কেরামতকে দিয়ে নোংরা রাজনীতির বহিপ্রকাশ ঘটাচ্ছে বলে জানান তিনি।কেরামতের অপকর্মের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের মেয়ে সাফিয়া পারভীন কেরামত গাজী তার সাথে সব সময় থাকে স্বীকার করে বলেন, কেরামত অনেক মহিলাকে কুপ্রস্তাব দিয়েছে এখন কেন বলছে? যাদের উত্যক্ত করত কেরামত তারা কেন স্থানীয় চেয়ারম্যান অথবা ইউপি সদস্যকে অবিহিত করেনি।
এ বিষয়ে কালিগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, কেরামতের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে ও রওশনের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারের তদন্ত চলমান আছে।
Please follow and like us: