একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে
আন্তর্জাতিক ডেস্ক :
করোনার ভারতীয় ধরন দেশটিতে ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন। দৈনিক শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা চার লাখ পেরিয়ে যাওয়ার একদিন পর মহামারিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে।
রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ৩৬৮৯ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময় নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কম পাওয়া গেছে, শনাক্ত হয়েছেন তিন লাখ ৯২ হাজার ৪৮৮ জন নতুন রোগী। এদের নিয়ে ভারতে শনাক্ত মোট করোনভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনের।
করোনার প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ঢেউয়েও সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে। শনিবারের মতো রোববারও ওই রাজ্যে আক্রান্ত হয়েছে ৬৩ হাজারের বেশি মানুষ।
তবে কর্নাটক এবং কেরালায় রোববার আক্রান্তের সংখ্যা শনিবারের তুলনায় একটু কমেছে। ওই দুই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪০ হাজার ৯৯০ এবং ৩৫ হাজার ৬৩৬।