শ্রমিক দিবসে প্রাণ গেল কারখানা শ্রমিকের
নিউজ ডেস্ক:
আজ মহান মে দিবস। এদিন কলকারখানা বন্ধের কথা থাকলেও খোলা ছিল কদমতলীর রেদওয়ান স্টিল মিল। সেখানে কাজ করেন নূরুল হক (৪৫)। শনিবার কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে নূরুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের স্বামী মমিন বলেন, আমি আর আমার শ্বশুর একই জায়গায় কাজ করি। আজ মে দিবসে সব কলকারখানা বন্ধ থাকার কথা, কিন্তু আমাদের কাজে আসতে হলো। শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর ডাক্তার বললেন তিনি মারা গেছে।
নূরুল কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দক্ষিণ সিংহগ্রামের মৃত আব্দুল রকিমের ছেলে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লোহার মিলে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূরুল। তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। আজ তো শ্রমিকদের ছুটি থাকার কথা। সব বন্ধ তাহলে কেনো কাজ করতে গেলেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানায় খবর দিয়েছি তারা এসে তদন্ত করে দেখবেন।