বুধহাটা ও কুল্যায় আম বাগান পরিদর্শনে কৃষি অফিসার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যায় অনেকগুলো আম বাগানে পরিচর্চা সহকারে আমের চাষ করা হয়ে থাকে। এসব বাগানে প্রচুর আম ফলন হয়ে থাকে।
সাতক্ষীরা জেলার আম চাষের কদর রয়েছে। এখানকার আম সুসাধু ও রপ্তানি যোগ্য আম উৎপাদন হয়ে থাকে। আমের মান ঠিক রাখার লক্ষ্যে মঙ্গলবার (২৭ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসক আম চাষীদের সাথে জুম মিটিং এ মতবিনিময় করেন।
সকাল ১০.৩০ টায় আম চাষীদের আম বিক্রয়ের ক্ষেত্রে উপযুক্ত সময়ে আম ভেঙে বাজারজাত করার জন্য ফলপ্রসু এজুম মিটিং-এ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের আম চাষী বুলবুল ও কুল্যা গ্রামের আম চাষী তপু ভিডিও সংযোগ এর মাধ্যমে কথা বলেন। মিটিং শেষে চাষীদ্বয়ের আম বাগান পরিদর্শন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাজিবুল হাসান। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জীবন ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম তার সাথে ছিলেন। পরিদর্শনকালে বাগানের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। আম ভাঙ্গার ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।