আশাশুনির খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সস্মেলন অনুষ্ঠিত
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরার আশাশুনি উপজেলা অসম্পূর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন ছাড়াই খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সস্মেলন অসুষ্ছিত হয়।
খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মণ্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, এবিএম মোস্তাকিমকে সভাপতি ও শম্ভুজিৎ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ১৪ সদস্যের আংশিক আশাশুনি উপাজেলা কমিটি নির্ধারিত তিন মাস পার করে পরবর্তী ১৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠণ করতে পারেনি। অথচ সভাপতি ও সাধারণ সম্পাদক খুলনা থেকে ভাড়া করে নিয়ে আসা বিএনপি কর্মী আসাদুল ইসলামের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে কোন প্রকার সম্মেলন ছাড়াই তাকে সভাপতি করে গোপনে পকেট কমিটি দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় সাংবাদিকদের কাছে কমিটির বিষয়টি এড়িয়ে যান সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল। সভাপতি কোন সদুত্তর দিতেও পারেননি।
সংবাদ সস্মেলনে মিলন মণ্ডল বলেন, অগঠতান্ত্রিক পকেট কমিটি বাতিলের জন্য তিনি গত ২৪ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। এরপরও যাতে ওই কমিটি বাতিল হয় ও অগণতান্ত্রিক কমিটি দিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গৃহীত হয় সেজন্য সংবাদ সস্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করা হয়।