বুধহাটায় প্রদর্শনী ক্ষেতে নমুনা ফসল কর্তন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা ব্লকে নমুনা ফসল কর্তন করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকালে শুশীল চন্দ্র ঘোষের ক্ষেতে নমুনা ফসল কর্তন করা হয়।
বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকের ৫ নং ওয়ার্ডের শ্বেতপুর গ্রামের শুশীল চন্দ্র ঘোষ ঝখ ৮ ঐ হাইব্রীড ধান প্লটে ধান চাষ করেন।
ক্ষেতের ফসল উৎপানের পরিমান নির্ধারনের জন্য নমুনা কর্তন করা হয়। কর্তনকালে ফসলের জীবনকাল ছিল ১৩৯ দিন। ২.৫৩ মিটার বৃত্তাকার ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেতের ধানের কাঁচা ওজন ২০.১০ কেজি ও ধানের কাঁচা আপেক্ষিক আদ্রতা ৩০%। খাওয়ার জন্য ১৪% আপেক্ষিক আদ্রতায় উক্ত ফসলের শুকনা ফলন হয়েছে ৮.১৮ মেঃটন/ হেক্টর। ফসল কর্তনকালে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
Please follow and like us: