অভিযোগঃশ্যামনগরের গাবুরায় হরিণের রান্না মাংস জব্দের ঘটনায় অপরাধীকে পালাতে সাহায্যে করলো বনবিভাগ
নিজস্ব প্রতিবেদকঃ
শ্যামনগরের গাবুরায় হরিণের রান্না মাংস জব্দের ঘটনায় দেনদরবারে অপরাধীকে পালাতে সাহায্য করলেন বনবিভাগ এমন অভিযোগ পাওয়া গেছে ৷
গত ২২ এপ্রিল ২০২১ তারিখ, সকাল ১০.৩০ টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালীনি, কপোতাক্ষ, কাঠেশ্বর যৌথ অভিযানে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ফজের আলীর পুত্র খলিল গাজীর বাড়ির রান্নাঘর থেকে রান্না করা অনুমান ১ কেজি হরিণের মাংস জব্দ করেন ৷
এ বিষয়ে বুড়িগোয়ালীনি ষ্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন ৷
এই নিয়ে এলাকায় ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে ৷ এলাকা থেকে পাওয়া তথ্য সূত্রে জানাগেছে , বনবিভাগের যৌথ অভিযানে হরিণের রান্না মাংস জব্দের সময় জাফর গাজীর পুত্র মুল শিকারী নূরআলী ওরফে নূরীকে হাতেনাতে আটক করেন ৷ কিন্তু মোটা অংকের দেনদরবারে নূরীকে পালানোর সহয়তা করেন ৷
অন্যদিকে ঐদিন বিকালে আরও দুইটি শিকার করা হরিণের দেহের সন্ধান পেয়ে বনবিভাগ উদ্ধার করে মাটি চাপা দেন ৷ বুড়িগোয়ালীনি বনবিভাগের কর্মকর্তা জানিয়েছেন, মৃত হরিণ শিকারকৃত না ৷ অন্য কোন কারনে তাদের মৃত হয়েছে ৷ শরীরের ৭০% দেহ নষ্ট ছিলো ৷
সব বিষয় নিয়ে রেঞ্জ কর্মকর্তা এম এ হাসানের কাছে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তার মোবাইল ফোন রিসিভ করেননি ৷