বুড়িগোয়ালিনীতে আরও পানির প্লান্টের উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে আর.ও পানির প্লান্টের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার।
বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল) সকাল ১১ টায় দূর্গাবাটি গ্রামে উপকূলীয় দূর্যোগ প্রবণ ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের সুপেয় পানির সংকট নিরসনকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সুপেয় পানির আর.ও প্লান্টের উদ্বোধন করেন এস এম জগলুল হায়দার।
আর.ও প্লান্ট উদ্বোধনকালে এমপি জগলুল হায়দার বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি সুপেয় পানি নিশ্চিত করণ যা অচিরেই সমাধান হবে। এসময় তিনি দ্রুত সুপেয় পানির ব্যবস্থা করার আশ্বাস দেন। এরমধ্যে ২৪ ঘন্টার মধ্যে দূর্গাবাটিবাসীর প্রাণের দাবি সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানান।
আর.ও প্লান্ট উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজার গিফারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপার্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, বিজয় মন্ডল এবং অনলাইন, প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।