কলারোয়ায় স্বাস্থ্যবিধি মেনে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা
জুলফিকার আলী,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়ায় কৃষকের ধান কাটলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। তিনি বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর মাঠে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে কৃষক আতিয়ার রহমানের মাঠের ধান কেটে দিলেন।
আলাইপুর গ্রামের কৃষক আতিয়ার রহমান জানান-তিনি ওই মাঠে ১বিঘা জমিতে ব্রি-৬৩ ধান চাষ করেন। করোনা কালিন সময়ে তার মাঠের ধান পাক ধরে। এসময় ধান কাটার জন্য কোন জোন পাওয়া যায় না। ঠিক সেই মুহুতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানতে পেরে তিনি তার মাঠে আসেন এবং ব্রি-৬৩ ধান কেটে দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন-উপ-সহকারী কৃষি অফিসার লুৎফর রহমান, একেএম মামুনুর রশিদ, শেখ বাবু আহম্মেদ, তাপস কুমার রায়, মাহমুদুল কবির মিলন, মৃর্নাল কান্তি মন্ডলসহ এলাকার চাষী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন-ব্রি-৬৩ ধান চাষ প্রতি হেক্টরে ৬ মেট্রিক টন ধান পেয়েছে কৃষকরা। আলাইপুর গ্রামের চাষী আতিয়ার রহমানের এক বিঘা জমিতে ব্রি-৬৩ ধান চাষ করে ২৫ মণ ধান পেয়েছেন। এতে ব্রি-৬৩ ধান চাষ করে কৃষকরা অনেক খুশি হয়েছে।