কালিগঞ্জে লকডাউনের ৭দিনে ভ্রাম্যমান আদালতে ৩৯টি মামলা ও ৫৩ হাজার ৫শ টাকা জরিমানা হাফিজুর রহমান শিমুলঃ
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলায় মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় ধাপ মোকাবেলায় ভ্রাম্যমান আদালতে এক সপ্তাহে ৩৯টি মামলা ও ৫৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার ফুলতলার কাঁচাবাজারের সামনে জুতার দোকানসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার, বিপণিবিতান, ব্যবসায়ী ও অন্যান্যদের ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম লকডাউনের এক সপ্তাহের ব্রিফিংয়ে বলেন উপজেলা এলাকায় ৩৯ টি মামলা ও ৫৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গেলো সাতদিন ব্যাপকভাবে প্রচার প্রচারণার মাধ্যমে করোনা মোকাবেলায় করণীয় বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছি। আবারও সাতদিনের লকডাউন বেড়েছে। বিগতদিনের চেয়ে আরও গুরুত্বের সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দুরুত্ব রেখে কাজকর্ম করতে হবে। সরকারি বিধি নিষেধ অবশ্যই মেনে চলতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে সচেতন সৃষ্টির জন্য স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য সকলকে লকডাউন ও নির্দেশনা মেনে চলার চেষ্টা করতে হবে।