করোনার সংক্রমণ রোধে ব্যাবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র পক্ষ থেকে শহরে মাইকিং
নিজস্ব প্রতিনিধিঃ
‘করোনার সংক্রমণ রোধে মাস্ক পড়–ন স্বাস্থ্য বিধি মেনে চলুন,” এই ষেøাগানকে সামনে রেখে জনসচেতনতার লক্ষ্যে শহরে জনসাধারণ ও ক্রেতা বিক্রেতাদের করোনা মহামারী’র সংক্রমণ রোধে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র পক্ষ থেকে
শহরে মাইকিং করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) শহরের বাজার এলাকায় ব্যক্তিগত উদ্যোগে মানবিক দায়বদ্ধতা থেকে জনস্বার্থে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে করোনা প্রতিরোধে সজাগ ও সতর্ক করতে এ মাইকিং করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে মাইকে প্রচার বিষয়ে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী
সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু বলেন, “আমি সামাজিক দায়বদ্ধতা থেকে শহরের জনসাধারণ ও ক্রেতা-বিক্রেতাদের করোনার সংক্রমণ রোধে ব্যক্তিগত উদ্যোগে ্এ প্রচারাভিযান চালিয়ে যাচ্ছি।
করোনা প্রতিরোধে কঠোর স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার কোন বিকল্প
নেই। সে লক্ষ্যে আমি ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে করোনার সংক্রমণ রোধে মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার জন্য এ প্রচারাভিযান চালিয়ে যাচ্ছি।’