সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে ৬ষ্ঠদিনের লকডাউন:স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের অভিযান অব্যহত
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত সর্বাতœক লকডাউনের ৬ষ্ঠ দিন। প্রশাসনের কঠোর নজনদারি উপেক্ষা করে সোমবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশী লক্ষ্য করা গেছে। এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউনবাজারসহ বিভিন্ন বাজার গুলোতে মানুষ সামাজিক দূরত্ব না মেনে কেনা কাটা করছেন।
এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার ১১টি অভিযানে ৪৪ টি মামলায় ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান এনডিসি মোঃ আজাহার আলী।
Please follow and like us: