দেবহাটায় স্বামী-শ্বাশুড়ীর পিটুনিতে আহত গৃহবধূ হাসপাতালে
দেবহাটা প্রতিনিধি:
প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও শ্বাশুড়ীর নির্যাতনের শিকার নিলুফা পারভীন (২১) নামের এক গৃহবধূ আহত অবস্থায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি দেবহাটার হাদিপুর ক্লাব এলাকার কওসার আলীর মেয়ে এবং কালীগঞ্জ উপজেলার হিজলা গ্রামের রওশন আলীর ছেলে আনিসুর রহমানের স্ত্রী। শনিবার রাতে শ্বশুর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী আনিছুর রহমান ও শ্বাশুড়ী আনোয়ারা বেগমের বেদম মারপিটের শিকার হন ভুক্তভোগী ওই গৃহবধূ। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ নিলুফার স্বজনরা জানান, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের জের ধরে আনিসুরের সাথে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর প্রথম বছর দেঢ়েক তাদের দাম্পত্য জীবন ভালোভাবে কাটলেও পরবর্তীতে তাদের সংসারে একটি শিশু সন্তানের জন্ম হলে ক্রমশ শ্বাশুড়ী ও স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হতে থাকেন গৃহবধূ নিলুফা। বিভিন্ন সময়ে তাদের চাহিদা অনুযায়ী নিলুফা’র পিতার বাড়ী থেকে উপঢৌকন নেয়ার পরও তাকে নির্যাতন করতে থাকে স্বামী আনিসুর ও শ্বাশুড়ী আনোয়ারা। সর্বশেষ শনিবার রাতে খাওয়ানোর সময় নিলুফা তার দুবছর বয়সী শিশু সন্তানটিকে বকুনি দিলে স্বামী আনিসুর ও শ্বাশুড়ী আনোয়ারা মিলে গৃহবধূ নিলুফাকে বেদম পিটিয়ে জখম করে।
একপর্যায়ে স্থানীয়রা আহত গৃহবধূর বাবার বাড়িতে খবর দিলে তার অভিভাবকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের পরিবার সূত্রে জানা গেছে।