খুলনায় করোনার ভ্যাকসিন নিয়েছেন পাঁচ হাজার ৭৩ জন
এইচ এম সাগর (হিরামন),খুলনা ◆
খুলনায় আজ (বৃহস্পতিবার) মোট পাঁচ হাজার ৭৩ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার পাঁচশত ৫৬ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার পাঁচশত ১৭ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৩২ জন, বটিয়াঘাটায় চারশত ২৮জন, দিঘলিয়া দুইশত ২৩ জন, ডুমুরিয়া পাঁচশত ৪৯ জন, ফুলতলা তিনশত জন, কয়রা একশত ৭৭ জন, পাইকগাছা তিনশত ৬৯ জন, রূপসা ৮৪ জন এবং তেরখাদায় একশত ৫৫ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ তিন হাজার পাঁচশত তিন এবং মহিলা এক হাজার পাঁচশত ৭০জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট ২৪ হাজার ৩৯ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার আটশত ৭৬ এবং মহিলা সাত হাজার একশত ৬৩ জন। আজ প্রথম ডোজে মোট তিনশত ৬২ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় একশত ৯৫ জন এবং নয়টি উপজেলায় মোট একশত ৬৭ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুইশত ১৯ এবং মহিলা একশত ৪৩ জন। এপর্যন্ত মোট এক লাখ ৭১ হাজার দুইশত ৫৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ এক হাজার পাঁচশত ৩৮ এবং মহিলা ৬৯ হাজার সাতশত ১৭ জন।
Please follow and like us: