সাতক্ষীরায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন
সাতক্ষীরায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। বুধবার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। লকডাউনের কারনে অফিস-আদালতের সাথে বন্ধ রয়েছে সকল মার্কেট ও দোকানপাট। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে শহরের বিভিন্ন স্থানে রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা গেছে।
সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরশিদা খাতুন।
এদিকে সাতক্ষীরা বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে মানুষ প্রয়োজন ছাড়া বাহিরে না আসার জন্য উদ্ধুত করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দীন।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আরোপ করা ‘সর্বাত্মক লকডাউন’ দিয়ে বুধবার (১৪ এপ্রিল) থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের জন্য ১৪-২১ এপ্রিল পর্যন্ত চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে।