করোনা’র দ্বিতীয় ডোজের টিকা নিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান-ওসি- ইউপি চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি:
সম্প্রতি আবারো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মহামারী করোনা ভাইরাস। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের ন্যায় মানুষ ব্যাপক হারে করোনা-ক্রান্ত হচ্ছে বাংলাদেশেও। গেল বছরের তুলনায় দেশে প্রতিদিনিই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার। পূর্বের সব রেকর্ড টপকে গেল চব্বিশ ঘণ্টায় সারা দেশে করোনা-ক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৮৩ জন। এমতাবস্থায় করোনা থেকে রেহাই পেতে দেবহাটাতে স্বতঃস্ফূর্তভাবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন সাধারণ মানুষ।
দুমাস আগে অনেকেই করোনাকে তাচ্ছিল্য করে টিকা না নিলেও এবার ক্রমশ দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ইচ্ছায়-অনিচ্ছায় অনেকেই আসছেন করোনার প্রথম ডোজের টিকা নিতে। আর যারা দুমাস আগে প্রথম টিকা নিয়েছিলেন তারাও সময়মতো হাসপাতালে এসে নিচ্ছেন দ্বিতীয় ডোজের টিকা।
রোববার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সখিপুর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, এসআই মিজানুর রহমান সহ পূর্বে প্রথম ডোজের টিকা নেওয়া সাধারণ মানুষরাও।