সাকিবের প্রশংসায় মুখর মরগান
স্পোর্টস ডেস্ক:
কলকাতা নাইট রাইডার্সের কাছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান অনেকটা ঘরের ছেলের মতোই। ২০১২ থেকে টানা পাঁচ মৌসুম এই দলের হয়ে খেলেছেন তিনি। মাঝে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার পর আবারো কলকাতার ডেরায় ফিরেছেন সাকিব। এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন কলকাতা অধিনায়ক ইয়ন মরগান।
একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সাকিবের জন্য বড় বাধা টি-২০ ক্রিকেটের বড় বড় সব নাম। অধিনায়ক হিসেবে দলে সব ম্যাচই খেলবেন মরগান। অটোমেটিক চয়েজ হিসেবে থাকবেন আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। ফলে বাকি থাকা জায়গার জন্য লকি ফার্গুসন, সুনিল নারাইন, টিম সেইফার্ট ও বেন কাটিংদের সঙ্গে লড়াই করতে হবে সাকিবকে।
এত বড় নামের ভেতর সাকিবকে পেয়ে দলকে ভারসাম্যপূর্ণ মনে করছেন অধিনায়ক মরগান। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচের আগে মরগান এ ব্যাপারে বলেন, এ বছর আমাদের আরো বেশি ভ্রমণ করতে হবে এবং ভেন্যু থেকে ভেন্যুতে যেতে হবে। এ কারণে স্কোয়াডের শক্তি ও গভীরতা থাকা জরুরি। আমি মনে করি সাকিব থাকায় আমাদের দল আরো ভারসাম্যপূর্ণ হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বিভিন্ন ভেন্যুতে খেলি, যেখানে পরিস্থিতি অনেকটাই বদলে যায়। আমার দলে সাকিব আছে, যার আন্তর্জাতিক পর্যায়ে ও আইপিএলের বিভিন্ন পর্যায়ে সাফল্য আছে। যদি তাকে দলে রাখা হয় তাহলে অবশ্যই সে অবদান রাখতে পারবে।