শ্যামনগরের বুড়িগোয়ালীনিতে গোপন ফোন পেয়ে ইউএনও,র হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরের বুড়িগোয়ালীনিতে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে। রবিবার (১১ এপ্রিল) উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের কলবাড়ী গ্রামের মো. লুৎফর রহমান এর মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সালমা আক্তার (১৫) এর বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী। ইউএনও আ.ন.ম আবুজর গিফারী বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে।
এমন খবরে তাৎক্ষণিক এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলে ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে শ্যামনগর থানা পুলিশের এএসআই রবিউল ইসলাম কে পাঠাই। পরে সেখানে মেয়ের পরিবারের সকল সদস্যদের বাল্যবিবাহের কুফল ও আইনি নিষেধাজ্ঞার কথা বুঝিয়ে বলে বিয়ের বন্ধের নির্দেশ দেয়া দেন। সালমা আক্তারের পরিবার তাদের মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন। ইউএনও আবুজর গিফারী আরও বলেন, বাল্যবিবাহে শিশু, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। সালমা আক্তার কে করুণ এই পরিণতি থেকে রক্ষা করতেই এই বিয়ে বন্ধ করেছি। জনস্বার্থে শ্যামনগর উপজেলা প্রশাসনের এধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
Please follow and like us: