পাইকগাছা থানা ছাত্রদলের নেতৃত্তের আলোচনায় আলোচিত মাদক সম্রাট পরিবারের সন্তান
ডেস্ক রিপোর্টঃ
জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার অন্তর্গত, ৩৪ টি ইউনিট কমিটির অধিকাংশই গত ৭ জানুয়ারি দেওয়া হলেও বিএনপির উপর মহলের হস্তক্ষেপে পাইকগাছা উপজেলা ছাত্রদলের কমিটি বন্ধ হয়ে আছে।
দীর্ঘদিন ধরে এই উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে।
খুলনা জেলা ছাত্রদলের, সুপার ৪ জনের সাক্ষরে কমিটি কেন্দ্রের দপ্তর বরাবর জমা থাকলেও, জানা যায় বিএনপি’র উপরের মহলের, চাপে সেটা বন্ধ হয়ে আছে এবং সেই কমিটি পরিবর্তন হবে এমন গুন গুন শোনা যাচ্ছে, সেই পরিবর্তিত কমিটিতে রয়েছে উপজেলার কুখ্যাত মাদক সম্রাট, লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেনের নাম।
এটা নিয়ে উপজেলার সাবেক ছাত্রনেতাদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া, বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক নেতারা জানান- আমরা বেশ কিছুদিন আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে, লিখিত স্বাক্ষরে আবেদন জানিয়েছি এমন নিকৃষ্ট, মাদক কারবারি পরিবার থেকে ছাত্রদলের নেতৃত্বে না আনার জন্য।
তবুও নাকি বিএনপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে, এই পাইকগাছা উপজেলায় সাদ্দাম হোসেনকে নেতৃত্বে আনা হচ্ছে। যদি এমনটি হয়, তবে আমরা সাবেক ছাত্রনেতারা যারা এতদিনে হামলা, মামলা, নির্যাতন সহ্য করে রাজনীতি করে আসছি -আমাদের সম্মানের শেষ রক্ষা টুকু হবে না।
জানা যায় সাদ্দাম হোসেনের পিতা চোদ্দটা মাদক মামলার এজাহারভুক্ত আসামি, এবং উপজেলার কুখ্যাত মাদক সম্রাট নামেই এলাকায় সর্বস্থানে পরিচিত। এবং তাদের পরিবারের সবাই এই মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। থানার তল্লাশি রিপোর্টে জানা যায়, সাদ্দাম হোসেনের নামে নারী শিশু -নির্যাতন (জি আর ২০২/১৪ তাং,১৫/৮/১৪)
মারামারি, হত্যাচেষ্টা ( থানার মামলা নং-২, তাং-৪/৬/১৬) মামলা রয়েছে।
Please follow and like us: