এসিল্যান্ডের মোবাইল নম্বর থেকে চাওয়া হচ্ছে টাকা
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মোবাইল নম্বর ক্লোন (হুবহু নকল) করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি বার্তা দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম।
তিনি লিখেছেন, ‘সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া, চট্টগ্রাম এর অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে। কারো কাছে সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া পরিচয়ে কোনো টাকা-পয়সা চাইলে কর্ণপাত না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।’
জানা গেছে, সম্প্রতি ক্লোন করা নম্বরটি ব্যবহার করে সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের কাছ থেকে বিকাশে টাকা চায় প্রতারক চক্র। প্রতারণা বুঝতে পেরে বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানান তিনি।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। কারা এ কাজটি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।