সাতক্ষীরার শ্যামনগরে খেলার সময় বিদ্যুতের তার গায়ে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুতের মেইন লাইনের তার আকস্মিক ছিড়ে গায়ে পড়ে আব্দুর রহমান (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চুনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই এলাকার গফুর গাজীর ছেলে।
গফুর গাজী জানান, তাদের বাড়ির পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইন গেছে। সকালে রহমান বাড়ির উঠানে খেলা করছিল। এসময় হঠাৎ মেইন লাইনের তার ছিড়ে তার গায়ে পড়ে। এতে তার পিঠের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনের তার
ছিড়ে গায়ে পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃত শিশুটির নাম আব্দুর রহমান (১০)। সে আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রিজ সংলগ্ন এলাকার গফুর গাজীর ছেলে।
স্থাণীয়রা জানান, সকালে শিশু আব্দুর রহমান বাড়ীর ঊঠানে খেলা করছিল।
এ সময় তাদের বাড়ীর পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তার হঠাৎ ছিড়ে তার গায়ে পড়ে পিঠ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
এ অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে শিশু আব্দু রহমানের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোপকের ছায়া নেমে এসেছে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।