আবারো শাস্তির কবলে নেইমার
স্পোর্টস ডেস্ক :
আবারো শাস্তির কবলে পড়লেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। লিগ কর্তৃপক্ষ তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
গত সপ্তাহে লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ম্যাচে জোড়া হলুদ কার্ড তথা লাল কার্ড দেখেন নেইমার। অপরাধ খতিয়ে দেখে এই ফরোয়ার্ডের শাস্তির মেয়াদ বাড়ানো হয়।
লিলের থিয়াগো জালোকে বাজে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। থিয়াগোও অবশ্য লাল কার্ড দেখেন। এরপর টানেল দিয়ে ফেরার সময় দু’জনে ফের হাতাহাতি করেন।
সেই ভিডিওটি খতিয়ে দেখেছে ফরাসি ফুটবল সংস্থা। এরপরেই নেইমারকে শাস্তি দেয়া হয়েছে। ফলে আগামী শনিবার স্ট্রাসবুর্গের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। এছাড়া খেলতে পারবেন না ১৮ এপ্রিল সেইন্ট এতিয়েনের বিপক্ষেও।
চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার লাল কার্ড দেখলেন নেইমার। পিএসজি-তে যোগ দেয়ার পর যা চতুর্থ। উল্লেখ্য, পয়েন্ট তালিকায় শীর্ষ থাকা লিলের থেকে তিন পয়েন্টে পিছিয়ে পিএসজি। লিগে এখনো বাকি সাতটি ম্যাচ।