অভিনেতা ফারুকের মৃত্যু নিয়ে গুজব
নিউজ ডেস্ক:
ঢাকাইয়া চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান। সম্প্রতি সপরিবারে করোনায় আক্রান্ত হন ফারুক। সবাই সুস্থ হলেও তার বেশকিছু শারীরিক জটিলতা দেখা দেয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান তিনি।
সেখানে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে কিডনি বিশেষজ্ঞ ডা. লাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এদিকে কয়েকদিন আগে পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর হয়ে যায়। গত ২১ মার্চ থেকে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন। তার রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগে থেকে কিছুটা উন্নতি দিকে। ডাক্তারদের ডাকে সাড়া দিচ্ছেন এই অভিনেতা।
এদিকে এমন পরিস্থিতিতে ‘মিয়া ভাই’ খ্যাত এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। যা শুনে ব্যথিত তার পরিবার এবং চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই।
এ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ফারুক ভাইয়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে। কেউ অযথা গুজব ছড়াবেন না। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
‘জলছবি’ সিনেমা দিয়ে বড় পর্দায় আগমন ঘটে ফারুকের। তারপর অভিনয় করেন বিখ্যাত পরিচালক খান আতার ‘আবার তোরা মানুষ হ’ সিনেমায়। এভাবেই সফলতার সিঁড়িতে নাম লিখিয়েছেন তিনি, যা তাকে ঢাকাই সিনেমায় দিয়েছে এক অনন্য আসন।
সূএ-ডেইলি বাংলাদেশ