শ্যামনগরে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে সাড়ে ৩০ লক্ষ টাকা মূল্যে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ (ধান কাটা, মাড়াই, ঝাড়ন ও বস্তাবন্দী) কম্বাইন হারভেস্টার মেশিনটিতে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়ন ও বস্তাবন্দী করা হয়। শ্যামনগরে সরকারি কৃষি ভর্তুকিতে সাড়ে ৩০ লক্ষ টাকার মূল্যে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাইদ, উপজেলা কৃষিকর্মকর্তা এনামূল ইসলাম,ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান শোকর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, আবেদিন ইকুইপমেন্ট লিঃ পক্ষে কৃষিবিদ কামরুজ্জামান, কৃষিবিদ ফারুক আহম্মেদ প্রমূখ উপস্থিত থেকে কৃষক আনন্দ কুমার মালো কে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়। নকিপুর গ্রামের কৃষ্ণপদ মালোর পুত্র আনন্দ কুমার মালো।৭০% সরকারি কৃষি ভুর্তিকী ও ৩০% কৃষক মেশিনটির ব্যয়ভার বহন করবে। সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারবেস্টার টি বিতরণ করা হয়।
Please follow and like us: