পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজের দু’দিন পর জালে আটকালো জেলের মরদেহ
নিউজ ডেস্ক:
মানিকগঞ্জের পদ্মা নদীতে ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজের দু’দিন পর জেলের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের কাছে জেলেদের জালে তার মরদেহ আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
নিহত রহমত আলীর বড়ি জেলার শিবালয় উপজেলার ঝড়িয়ারবাগ গ্রামে। তার বাবার নাম বেলায়েত আলী।
পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেলে বাড়ির পাশের পদ্মা নদীতে রহমত আলী প্রতিবেশী সামসুদ্দিন ও এরশাদের সঙ্গে নৌকা নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তারা ঝড়ের কবলে পড়েন।
এ সময় নৌকা থেকে সামসুদ্দিন ও রহমত আলী নদীতে পড়ে যান। সামসুদ্দিন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রহমত আলী। প্রথমে স্থানীয়ভাবে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে তৎপরতা চালায়। কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি।
পাটুয়িয়া ঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবুর রহমান জানান, পাটুরিয়া ঘাটের কাছে এক মাছ শিকারীর জালে রহমত আলীর মরদেহ আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।