করোনা: বিশ্বে এই মুহূর্তে পজিটিভ ২ কোটি ২৯ লাখ
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ৫৭৫ জন। এরা সবাই ভাইরাসটি এখন বহন করছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ৬৫ হাজার ৫১৭ জন। ‘করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার’ এ তথ্য জানিয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৭০৮ জন।
করোনা মহামারির শুরু থেকে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা নিয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিচালিত ওয়েবসাইট ‘করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার’। সোমবার (৫ এপ্রিল) ওয়েবসাইটটিতে করোনার সবশেষ এসব তথ্য দেওয়া হয়েছে।
ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনায় প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন এবং এ রোগে সেখানে মারা গেছেন ৪ জন। এছাড়া অস্ট্রেলিয়া ও চীনেও গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।
২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী ভাইরাস সার্স-কোভ-২; পরে সাধারণভাবে যেটি পরিচিতি পায় করোনাভাইরাস নামে। তারপর ২০২০ সালের ফেব্রুয়ারি নাগাদ পুরো বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।
মহামারির শুরু থেকেই এ রোগে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত এ রোগে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ৩৩১ জন, মারা গেছেন ৫ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৭০৩ জন।
এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ব্রাজিল ও ভারত। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন মোট ৩ লাখ ৩১ হাজার ৫৩০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে দেশটিতে সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ৫২১ জন।
ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ২৭ হাজার ৯২০। এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন মোট ১ লাখ ৬৫ হাজার ১৩২ এবং সুস্থ হয়ে উঠেছেন মোট ১ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ৯৫৮ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ দশটি দেশের মধ্যে অন্যান্যগুলো হলো ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, স্পেন এবং জার্মানি।