শ্যামনগরের মুন্সীগঞ্জের সিংহড়তলীতে নতুন করে বেড়িবাঁধে ফাঁটলসৃষ্টি
আশিকুজ্জামান লিমনঃ
মুন্সীগঞ্জের হরিনগরের সিংহড়তলীতে নতুন করে বেড়িবাঁধে ফাঁটলসৃষ্টি হয়েছে ৷ গত ২৮ মার্চ ২০২১ তারিখে জগদীশ মন্ডল এর বাড়ির সামনে
হঠাৎ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের গোড়ার মাটি ধস নামে বিষয়টি দেখে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবগত করলে তারা কিছু জিও ব্যাগ দেন এবং স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় কাজ করার পরামর্শ দেন ৷ পরে চেয়ারম্যানের সহযোগিতায় জিও ব্যাগে মাটি ভরে ধস নামা স্থানে দেওয়া হয় ৷ কিন্তু জোয়ারের সাথে সাথে নদীর গর্ভে বিলীন হয়ে যায় ৷
বর্তমানে বুড়িগোয়ালীনি ইউনিয়নের দূর্গাবাটি এলাকার ভাঙ্গনের কারনে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের নজরের বাইরে চলে যায় স্থানটি ৷ ৩ এপ্রিল ২০২১ তারিখে সরজমিনে গিয়ে দেখাগেছে বেড়িবাঁধের অর্ধেকজুড়ে প্রায় ২৫ মিটার লাম্বা একটি ফাটল সৃষ্টি হয়েছে ৷ যে কোন সময়ে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা ৷
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মাসুদ রানা জানান, প্রায় ২ কিঃমি টেন্ডার হয়েগেছে ৷ জাইকা প্রকল্প টেন্ডারটি গ্রহন করেছেন ৷ দ্রুত কাজ শুরু করবে ৷
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, টেন্ডার হতে হতে বুড়িগোয়ালীনি ইউনিয়নের দূর্গাবাটি এলাকার মত বেড়িবাঁধটি ভেঙ্গে প্লাবিত হতে পারে ৷
Please follow and like us: