রিং বাঁধ শেষ করার আগেই আবারও জোয়ার বৃদ্ধি শ্যামনগরের বুড়িগোয়ালীনি ইউনিয়ন বেড়িবাঁধ ভেঙে প্লাবিত
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগর উপজেলায় রিং বাঁধ শেষ করার আগেই আবারও জোয়ার বৃদ্ধি শ্যামনগরের বুড়িগোয়ালীনি ইউনিয়ন বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ৷
২ এপ্রিল ২০২১ তারিখ সকাল থেকে স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সমন্বয়ে বুড়িগোয়ালীনি ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি গ্রামের খোলপেটুয়া নদী বেড়িবাঁধ সংস্কারের জন্য রিং বাঁধ নির্মানের কাজ শেষ হয়নি ৷
সকাল থেকে শতাধিক শ্রমিক একযোগে কাজ করেও শেষ করতে পারিনি রিং বাঁধ ৷ জোয়ারে নতুন করে প্লাবিত হয়েছে ৷ তবে গতকাল জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে ইটের সোলিং এর রাস্তা ছাপিয়ে লোনা পানি প্রবেশ করায় ইটের সোলিং এর রাস্তা দূর্বল হওয়ার ফলে নতুন করে জোয়ারের ফলে ইটের সোলিং এর রাস্তাগুলো ভাঙ্গনসৃষ্টি হতে পারে ৷ তবে উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানিয়েছেন, আগামী কাল রিং বাঁধ তৈরি সম্পন্ন হবে ৷ স্থানীয়রা জানিয়েছেন, ভাঙ্গন কবলিত এলাকাটি ওভার পাইপে পানি উত্তলনের ফলে ভাঙ্গন সৃষ্টি হয়েছে ৷ গত ২৯/০৩/২০২১ তারিখে ভোরের ভাটায় বেড়িবাঁধের অর্ধের ৩৫ মিটার ধস নামে পরে দিন ৩০/০৩/২০২১ তারিখে সকাল থেকে কাজ করে রাত ১২ টা পর্যন্ত কাজ করে রিং বাঁধটি সংস্কার সম্পন্ন করা হয় ৷ জোয়ার পানি বৃদ্ধিতে রাত ১ টাই রিং বাঁধটি ভেঙে প্লাবিত হয় ৷ এতে করে অনুমান ১৩শ একর মৎস্য জমি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ ভাঙ্গন রোধ না করা গেলে ৫ হাজার একর মৎস্য জমি প্লাবিত হতে পারে ৷
এলাকার সমতল ভূমি ছাড়া প্রায় চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে ৷ তবে এলাকাবাসীরা জানিয়েছেন নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিবছর এই ভাঙ্গন দেখা যায় ৷ এই পর্যন্ত ৩টি বাঁধ ভেঙেছে ৷ প্রায় ৫০ বছর ধরে এই ভাঙ্গন চলছে আসছে ৷ এখানকার মানুষের আয়ের উৎস হিসাবে মৎস্য (চিংড়ি) চাষে জীবিকা নির্বাহ করে থাকে ৷
Please follow and like us: