শ্যামনগরের খোলপেটুয়া নদীর আবারও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি গ্রামের খোলপেটুয়া নদী বেড়িবাঁধ ভেঙে ১৩শ একর মৎস্য জমি প্লাবিত হয়েছে। গত ২৯ মার্চ ২০২১ তারিখে ভোর ৫টার দিকে নদীর পানি ভাটা সরে যায়। ভাটার পরে বেড়িবাঁধের অর্ধেক এবং লাম্বায় ৩৫ মিটার ধস নামে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবগত করা হলে ৩০ মার্চ ২০২১ তারিখে সকাল থেকে রাত ১২
পর্যন্ত রিং বাঁধ তৈরীর কাজ সম্পন্ন করা হয়।
পরবর্তি জোয়ারে পানি বৃদ্ধির ফলে অনুমান রাত ১ টার দিকে রিং বাঁধটি ভেঙে প্লাবিত হয় বুড়িগোয়ালীনি ইউনিয়নের চেয়াম্যানের তথ্য মতে প্রায় ১৩শ একর মৎস্য জমি প্লাবিত হয়েছে। তবে ভাঙ্গন রোধ না করা গেলে ৫ হাজার একর মৎস্য
জমি ও হাজারের অধিক মানুষ গৃহহীন হয়ে পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকার সমতল ভূমি ছাড়া প্রায় চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসীরা আরও জানিয়েছেন নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিবছর এই ভাঙ্গন
দেখা যায়। প্রায় ৫০ বছর ধরে এই ভাঙ্গন চলছে আসছে। এই পর্যন্ত ৩টি বেড়ীবাঁধ ভাঙ্গতে দেখাগেছে। বর্তমানে ভাঙ্গন কবলিত এলাকাটি রিং বাঁধ দিয়ে সংস্কার করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য সহ এলাকার সচেতন মহল পরিকল্পনা শুরু করেছেন।
আজ ভোর থেকে রিং বাঁধ দিয়ে সংস্কারের কাজ শুরু হবে। এখানকার মানুষের আয়ের উৎস হিসাবে মৎস্য (চিংড়ি) চাষের ভূমিকা অনেক বেশি।বর্তমানে চারিদিকে লোনা পানির ফলে সুপীয় পানি ও ব্যবহার পানির সংকট দেখা দিয়েছে।