করোনায় কলারোয়ায় অতিরিক্ত যাত্রীবহণ ও মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কামরুল হাসানঃ
অতিমারি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে কলারোয়া উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা প্রতিপালন না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বৃহষ্পতিবার (১ এপ্রিল) উপজেলা সদরের বিভিন্ন স্থানে ও গণপরিবহনে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘কলারোয়া উপজেলায় করোনা ভাইরাস
প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাত্রীবহন করার কারণে দুটি গণপরিবহন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মাস্ক না পরার কারণে কয়েকজনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়।’
তিনি আরো বলেন, ‘জরুরী প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন। মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে, সাধারণ মানুষের মাঝে বুধবার বিনামূল্যে মাস্কও বিতরণ করেন উপজেলার শীর্ষ এই সরকারি কর্মকর্তা।
একই সাথে জনসচেতনা বৃদ্ধিতে মানুষকে উদ্বুদ্ধ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির প্রমুখ।