শ্যামনগরে শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও পুলিশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে এক দশম শ্রেণীর শিক্ষার্থীকে খেলার মাঠ থেকে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করে পরবর্তীতে পুলিশের ভয় দেখিয়ে নিজ মেয়ের সহপাঠীর কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত দশম শ্রেণীর শিক্ষার্থীর মা মোছাঃ হাফিজা খাতুন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ২৪শে মার্চ বুধবার বিকেলে স্থানীয় একটি খেলার মাঠে খেলা দেখতে যেয়ে একই শ্রেণীতে অধ্যয়নরত মুন্সীগঞ্জের পূর্ব ধানখালির জামাল হোসেনের মেয়ের সাথে কথা বলছিল ওমর ফারুক। এসময় মেয়ের চাচা জহুরুল ইসলাম
ছেলেটিকে ডেকে বাড়ীতে নিয়ে শারীরিক নির্যাতন করে। পরবর্তীতে ছেলের চাচা মোখছেদ কে ফোন করে বাড়িতে ডাকেন জামাল হোসেন। মেয়ের সাথে সম্পর্কের কথা তুলে ধরে ৫০ হাজার টাকা জরিমানা অথবা পুলিশে সোপর্দ করবেন বলে জানান।
এ সময় অসুস্থ ছেলে, লোকলজ্জা ও পুলিশের ভয়ে উপায়ন্তর না দেখে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে ছেলেটিকে উদ্ধার করার জন্য নগদ ৩৫ হাজার টাকা দেয় ছেলেটির পরিবার। টাকা নিয়ে তিনটা সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিষয়টি কাউকে জানালে ভবিষ্যতে তোদেরকে বিভিন্ন ক্ষতিও মেয়েকে দিয়ে মামলার হুমকি দেন জামাল হোসেন। উক্ত ঘটনায় ছেলের মা শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মেয়ের পিতা জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ছেলেটিকে আটকের কথা স্বীকার করলেও নগত টাকার কথা অস্বীকার করেন।