কলারোয়ায় কোভিড ‘১৯ মোকাবেলায় জনসচেতনতামূলক প্রচার–প্রচারণা ও মাস্ক বিতরণ
কামরুল হাসানঃ
কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কোভিড ‘১৯ মোকাবেলায় জনসচেতনতামূলক প্রচার–প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজে নিরাপদ থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন এই বার্তা নিয়ে বুধবার (৩১ মার্চ) বেলা ১টার দিকে উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে অতিথি হিসাবে পথচারীদের সচেতন ও মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারি এমএ মান্নান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, তরিকুল ইসলাম, রাজু, সাংবাদিক জুলফিকার আলী, সরদার জিল্লুরসহ এলাকার সচেতন মানুষ।
উল্লেখ্য, উপজেলা মোড় সংলগ্ন যশোর -সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, ইজি বাইক, মটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান, নছিমন চালক ও যাত্রীসহ পথচারী মানুষদের ২য় ধাপে কোভিড ‘১৯ এর ভয়াবহতায় মাস্ক ব্যবহার করার যৌতিকতা তুলে ধরে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহবান জানানো হয়। এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে মাইকিং এর মাধ্যমে প্রচার–প্রচারণা চালানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।