বুড়িগোয়ালিনী পশ্চিম দুর্গাবাটী বেড়িবাঁধে ফাটলঃপ্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পশ্চিম দূর্গাবাটী সাইক্লোন শেল্টার সংলগ্ন ওয়াপদা বেড়িবাঁধ টি খুবই নাজুক অবস্থায় পরিনত হয়েছে। ২০ হাতের ও বেশি জায়গা জুড়ে ফাটল দেখা দিয়েছে যেকোন সময় এই বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে জনপদ, এলাকায়
যারা চিংড়ী চাষী জানান, ইতোমধ্যে তাদের চাষযোগ্য চিংড়ী ঘেরের মাছ বিক্রয় উপযোগী হয়েছে ।এমতাবস্থায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হলে ব্যপক ক্ষতির সম্মুখীন হবেন চিংড়ী চাষীরা।
২৯ শে মার্চ সোমবার দুপুরের জোয়ারের পানির স্রোতের তীব্রতায় বেড়িবাঁধটি এ অবস্থা সৃষ্টি হয়। স্থানীয় জনসাধারণের দাবি অনতিবিলম্বে পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলে একযোগে কাজ করলে সংস্কার করা সম্ভাব হত।
যেহেতু এই এলাকাটি দুর্যোগ কবলিত এলাকা বিষয়টির সুষ্ঠ ব্যবস্থা গ্রহনের জোর দাবি ও সমাধানের জন্য পাউবো সহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর।