কেশবপুরে করোনা মোকাবেলায় দলিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ
এস আর সাঈদ, কেশবপুর:
যশোরের কেশবপুরে কোভিড-১৯ মোকাবেলায় দলিত নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে মাসব্যাপী দর্জি প্রশিক্ষণোত্তর সেলাই মেশিন ও উপকরণ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর স ালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সুবোধমিত্র প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ্যাড. মিলন মিত্র। আরো বক্তব্য রাখেন দলিতের কর্মসূচী প্রধান বিকাশ দাস, দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার, দলিতের হ্যান্ডিক্রাফটের কবিতা সরকার, দর্জি প্রশিক্ষক অনিতা মন্ডল, দলিত নারী বৃষ্টি দাস প্রমুখ। এসময় ৩০ জন দলিত নারীকে সেলাই মেশিন ও উপকরণ প্রদান করা হয়।