এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও তা স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজটি না হলেও এপ্রিলেই আরেকটি সিরিজ খেলতে নামবে টাইগার যুবারা। এবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আইসিসি যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর এখন পর্যন্ত তেমন একটা খেলার সুযোগ পায়নি নতুন ক্রিকেটাররা। ঘরের মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-২০ লিগে আকবরসহ যুব দলের বেশ কয়েকজন খেলেছেন। এছাড়া ঘরের মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষেও সিরিজ খেলেছেন বিশ্বকাপজয়ী যুবারা। তবে নতুন যুব দলের অনেকেরই মাঠে নামা হয়নি।
এমতাবস্থায় বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ভারতের মাটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলার পর দেশে পাকিস্তানের বিপক্ষে যুবাদের সিরিজ খেলার কথা ছিল। তবে আফগানদের বিপক্ষে সিরিজটি না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই খেলায় ফিরবে অনূর্ধ্ব-১৯ দল।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের কথা নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। গণমাধ্যমকে তিনি বলেন, এখন আফগানিস্তান সিরিজ হচ্ছে না। কারণ পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। তারা ১২ এপ্রিল ঢাকা পৌঁছাবে। এ সময়ে ভারতের নয়ডায় গিয়ে সিরিজ খেলার মতো পর্যাপ্ত সময় নেই।
তিনি আরো বলেন, আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে ভালো একটি সময় বের করবো। দ্রুতই সিরিজটি আয়োজন করা যাবে। পাকিস্তান সিরিজ ও ঈদ-উল-ফিতরের পর লম্বা বিরতি আছে। চাইলে সেই সময়ও খেলা যাবে।
বাংলাদেশ সফরে একটি চারদিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।