দুই ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে প্রাণ গেল পুলিশ অফিসারের
আন্তর্জাতিক ডেস্কঃ
দুই ভাইয়ের মধ্যে চলা চরম বিবাদের খবর পেয়ে গিয়েছিলেন তা মেটাতে। কিন্তু সেখানে গিয়ে এক ভাইয়ের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে এক সাব ইন্সপেক্টরের।
বুধবার ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দৈনিক আনন্দবাজার।
সাব ইন্সপেক্টর নিহতের ঘটনা প্রসঙ্গে আগ্রা পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল রাজীব কৃষ্ণ বলেন, ‘‘খাটৌলি থানা এলাকার একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। সেই গ্রামের দুই ভাই বিশ্বনাথ এবং শিবনাথের মধ্যে ঝামেলা চলছিল আলু চাষ নিয়ে। শিবনাথ পুলিশে অভিযোগ করে জানা যে বিশ্বনাথ তাকে হুমকি দিচ্ছেন। অভিযোগ পেয়ে কয়েকজন পুলিশকর্মী গিয়েছিলেন সেখানে।’’
তিনি জানান, পুলিশকর্মীরা ঘটনাস্থলে যেতেই দৌড়ে পালাতে যায় বিশ্বনাথ। তখন পুলিশও তাকে তাড়া করে। অভিযোগ, সে সময়ই দেশি পিস্তল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তিনি। সেই গুলি লাগে সাব ইন্সপেক্টর প্রশান্ত যাদবের গায়ে। গুলির আঘাতে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে তার। বিশ্বনাথ এখনও ফেরার। পুলিশের বেশ কয়েকটি দল খুঁজছে তাকে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশেরে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত পুলিশ অফিসারের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তার উপর নির্ভরশীল কাউকে চাকরি দেয়ার কথা ঘোষণা করেছেন যোগী। ঘটনাস্থলের ওই রাস্তার নাম পুলিশ অফিসারের নামে করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।