সাতক্ষীরা দেবহাটায় গ্রীনবাংলা পরিবহনের চাপায় সাবেক স্কুল শিক্ষক নিহতঃআহত দুই
নিজস্ব প্রতিবেদকঃ
দেবহাটায় ঢাকাগামী গ্রীনবাংলা চলন্ত পরিবহনের চাপায় সাবেক এক মাধ্যমিক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। আহত ২ জনের মধ্যে ১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যজনকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (২৬ মার্চ, ২১) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকাগামী গ্রীনবাংলা ঢাকা মেট্রো ব ১৪-৯৯৯১ এর গাড়িটি দ্রুতগতিতে কালীগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারের পাশে মহব্বতের পাইপের দোকানের সামনে দিয়ে গাড়িটি যাওয়ার সময় রাস্তার পাশে সাইকেল নিয়ে দাড়ানো ৩ ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে উপজেলার রামনাথপুর গ্রামের মৃত কালীপদ রায়ের ছেলে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সমিত রায় ভোলা (৭০) এর মৃত্যু হয়। এছাড়া গরানবাড়িয়া গ্রামের আব্দর রউফের ছেলে জাকির হোসেন (২৬) ও কামটা গ্রামের ফজলু আলীর ছেলে ফিরোজ (২৪) গুরুতর আহত হয়। আহত জাকির ও ফিরোজকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ফিরোজকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জাকিরের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং দূর্ঘটনাকবলিত গাড়িটি ও গাড়িটির সুপারভাইজার আশাশুনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুস সামাদ গাজীর ছেলে ফারুক হোসেন (২৮) কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
তবে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তারা নিহতের ময়না তদন্ত ছাড়াই লাশের সৎকার করতে ইচ্ছুক।