ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে স্বাধীনতা দিবসের আলোচনা-“মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান
ফয়জুল হক বাবু : :
২৬শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা ও একজন গরীব অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
শুক্রুবার সকালে ডি. বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তলোয়ার করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মহসিন উদ্দিন ও গীতা থেকে পাঠ করেন সহকারী শিক্ষক জয়দেব কুমার বাছাড়।
অনুষ্ঠানে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযোদ্ধার উপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ। পরে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা শেষে মা ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন দুঃস্থ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুকুল হোসেন।