খুলনার চুকনগর যতিন-কাশেম সড়কের দুই পাশের অবৈধ স্হাপনা উচ্ছেদ
আব্দুর রশিদ বাচ্চুঃ
খুলনার চুক নগর বাজারের যতিন-কাশেম সড়কের দুইপাশে ৮০টি ঘর খুলনা জেলা পরিষদের প্রশাসনের উদ্যোগে উচ্ছেদের অভিযান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় চুকনগর যতিন কাশেম রোডের ৮০টি অধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান করা হয়েছে ।
অভিযানে উপস্হিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল হাসান , সচিব বিষ্ণুপদ পাল , প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ উপস্হিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময়ে দেখা যায় ঘর মালিকরা নিজেরা তাদের স্থাপনা অপসারণ করছেন। খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম এম মাহাবুর রহমান জানান, চুকনগর বাজার তিনটি জেলার সংযোগস্থল হওয়ায় অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া জেলা পরিষদের মালিকানাধীন বাজারের যতিন কাসেম সড়ক ঘিরে গড়ে উঠেছে ব্যবসায়ীক অন্যতম কেন্দ্র। কিন্তু পরিষদকে কিছু না জানিয়ে সড়কের দুই পাশে অবৈধভাবে ১তলা, ২তলা ও ৩ তলা ভবন সহ অসংখ্য স্থাপনা নির্মান করা হয়েছে।
ফলে ধীরে ধীরে সড়কটি সংকোচিত হয়ে পড়েছে। সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ক্ষতি। উপস্হিত কর্মকর্তার জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।
Please follow and like us: