সাতক্ষীরা শহরে শোভন কর্মপরিবেশ নিশ্চিতে পথ নাটক প্রদর্শিত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা শহরে শোভন কর্মপরিবেশ ও
শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিতে পথ নাটক প্রদর্শিত হয়েছে। একটিভিস্তা সাতক্ষীরা’র আয়োজনে গেøাবাল প্লাটফর্ম বাংলাদেশ’র সহযোগিতায় নাটকটি প্রদর্শিত হয়।
বুধবার (২৪ মার্চ) দুপুর ৩টায় শহরের কদমতলা এলাকায় ’’নিশ্চিত করলে শোভন কর্ম পরিবেশ এগিয়ে যাবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাকটির পরিবেশনায় ছিলেন একটিভিস্তা সাতক্ষীরা।
এসময় উপস্থিত ছিলেন অ্যাকশনএইড-বাংলাদেশ সাতক্ষীরা প্রতিনিধি আমিন হাসান সাহারিয়ার। একটিভিস্তা সাতক্ষীরা’র ভলেন্টিয়ার তামান্না তানজিন, গোলাম হোসেন, তরিকুল ইসলাম অন্তর,
আরাফাত হোসেন, তরুন কুমার, সোনিয়া খাতুন, জয়, সোহানুর রহমান, সাবেকুন নাহার, সুরাইয়া, আফরোজা জুঁই প্রমুখ।
উল্লেখ্য ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন
লক্ষ্যমাত্রা এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ৮ নং লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে একটিভিস্তা সাতক্ষীরা। সকল শ্রমিকের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা এবং মালিক পক্ষের মধ্যে এ বিষয়ে উৎসাহ বৃদ্ধির জন্য স’ মিল মালিক ও কাঠ শ্রমিকদের নিয়ে পথ নাটকটি প্রদর্শিত হয়।