কলারোয়ায় সন্ত্রাসী হামলায় নৌকা ভাংচুর, ৪ কর্মী সমর্থক আহতঃ থানায় অভিযোগ
জুলফিকার আলীঃ
সাতক্ষীরার কলারোয়ায় নৌকা ভাংচুরসহ
সন্ত্রাসীরা ৪ কর্মী-সমর্থক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে।
এঘটনায় সন্ধ্যায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার
(২৪মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং গ্রামে।
থানায় দেওয়া অভিযোগে ও সাবেক ইউপি সদস্য জানান-দক্ষিণ দিগং গ্রামের সাইফুল
ইসলামের ছেলে নৌকার কর্মী সজিব হোসেন সেতু (১৬) তার বাড়ীর সামনে গাছে
একটি নৌকা টাঙ্গিয়ে দেয়। এসময় ওই গ্রামের ইউপি সদস্য প্রার্থী জামায়াত নেতা
মিজানুর রহমান বলে আমার বাড়ীর সামনে কেন নৌকা টাঙ্গানো হয়েছে। আমি মেম্বর
প্রার্থী বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ হলে আমি ওই স্থানে আমার প্রতীকের ব্যানার টাঙ্গিয়ে
দেব। একথা বলা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে জামায়াত নেতা
মিজানুর রহমান নৌকার কর্মী সজিব হোসেন সেতু (১৬) কে একা পেয়ে মারধোর করে
নৌকা ভেঙ্গে ছিড়ে রাস্তার ধারে ফেলে দেয়। ওই সময় নৌকার কর্মী সজিব হোসেন
সেতু দৌড় দিয়ে বাড়ীতে চলে আসলে। পরে জামায়াত নেতা মিজানুর রহমানের
নেতৃত্বে শাহাজাহান আলী, রব্বানী, আব্দুল আহাদ, আ: ওহাবসহ ৭/৮ জন দলবন্ধ হয়ে
এলোপাতাড়ী ভাবে হামলা করে বাড়ী ঘর ভাংচুর করে নগদ টাকা পয়সা লুটপাট করে। এসময়
তাদের হামলায় নৌকার সমর্থীত সজিব হোসেন সেতু (১৬), মোখলেছুর রহমান (২৬),
জুলি খাতুন (২২) ও আমেনা খাতুন (২৬) আহত হয়। এদের মধ্যে সজিব হোসেন সেতু,
মোখলেছুর রহমার, জুলি খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে
নিয়ে ভর্তি করে। এঘটনায় হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং ৩নং ওয়ার্ডের সাবেক
ইউপি সদস্য সোহরাব হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় ৭জনের বিরুদ্ধে একটি
অভিযোগ দায়ের করেন।