দেবহাটায় ২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
Post Views:
৫১৭
মোমিনুর রহমানঃ
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দেবহাটায় ২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোশারফ হোসেন মশু।
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, মহিলা বিষায়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন। এসময় বক্তরা মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস ও গণহত্যার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
এছাড়া আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।