সাতক্ষীরা কুশখালী সীমান্ত থেকে মাদকদ্রব্য আনতে বাধা দেওয়াই মাদক পাচারকারীর হামলায় আহত দুই
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা কুশখালী সীমান্তে ফসলি জমি নষ্ট
করে ভারত থেকে মাদকদ্রব আনতে বাধা দেওয়াই মাদক পাচারকারীর হামলায় আহত দুই। আহতরা হলেন, একই এলাকার খলিলুর রহমানের ছেলে শফিকুল ও শরিফুল ইসলাম।
এ ঘটনায় খলিলুর রহমানের বড় ছেলে জিয়াউর রহমান বাদি হয়ে গতকাল বিকালে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করনে।
আহতরা জানান, ধান ক্ষেতের উপর দিয়ে গভীর রাতে মাদক পাচার ও বিভিন্ন অবৈধ্য জিনিস ভারত থেকে নিয়ে আসে একই এলাকার শেহের আলী তিন ছেলে আঃ সামাদ(৩০), আইজুল ইসলাম(৩৫),শাহাদাত হোসেন ও মৃত্য নুর আলী গাজীর ছেলে আসাদুল ইসলাম ।
রবিবার সকালে রাস্তা দিয়ে ধান ক্ষেতে যাওয়ারা সময় ধান নষ্ট করার কথা জানতে চাইলে অতর্কিত হামলা চালায় লোহার রড দিয়ে জখম করে রতাক্ত
করে খলিলুর রহমানের ছেলে শফিকুল ও শরিফুল ইসলামকে গলায় শ্বাসরোধ করে হত্যা চেষ্টাও করে পরে স্থানীদের সহায়তায় সাতক্ষীর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলর প্রস্তুতি চলছে।