করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধে পৌর কাউন্সিলর কালু’র মাস্ক ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। এ উপলক্ষে সোমবার সকালে ইটাগাছা এলাকায় সড়কের যাত্রীদের মাঝে সচেতনতা মাস্ক বিতরণ এবং করোনায় আতঙ্কিত না হয়ে সচেতনা হওয়ার
আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ গ্রহণ করেন, ইটাগাছা
পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ, এস আই লিটন কুমার সাহা, সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, আব্দুল হান্নান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, ৭নং ওয়ার্ডে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তপন কুমার মাখাল, ফজলু ঢালী প্রমুখ।
কর্মসূচিতে “নিয়ম মেনে মাস্ক পরি, করোনা ভাইরাস
থেকে নিজেকে নিরাপদ রাখি” “মাস্ক পরুন নিরাপদ
থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” “ নিয়মিত ২০ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধৌত করুন”
সমন্বলিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করার আহবান জানানো হয়।