সাতক্ষীরায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে শেষ মুহুর্তের গোলে তালা উপজেলা জয়ী
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১’ এর তৃতীয় দিনের খেলায় মেজির শেষ মুহুর্তের খোলে জিতে যায় তালা উপজেলা। ফলে টুর্নামেন্টের তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে উন্নিত হয়েছে তালা উপজেলা।
শনিবার(২০ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের স্থানীয় ও বিদেশী খেলোয়াড়দের সম্নয়ে গঠিত তালা উপজেলা ও শুধুমাত্র স্থানীয়দের নিয়ে গঠিত আশাশুনি উপজেলার মধ্যে তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে চলতে থাকে তৃতীয় দিনের খেলা। খেলার ২০ মিনিটের মাথায় তালা উপজেলা গোলরক্ষক রাহুলকে ডি-বক্সের মধ্যে একা পেয়েও গোল করতে পারিনি আশাশুনি উপজেলার ৭ নাম্বার জার্সি ধারি খেলোয়াড় আব্দুল্লাহ।উভয় দলের খেলোয়াড়রা লম্বা পাস ও ছোট ছোট পাসে নিজেধের লক্ষ্য অর্জনের জন্য খেলতে থাকে। কিন্তু তাদের প্রতিটা শর্ট লক্ষ্যভষ্টে যায়। এভাবে চলতে থাকে খেলার প্রথমার্ধ। খেলায় উভয় দল গোল শূন্য স্কোর নিয়ে বিরতিতে যায়।
দ্বীতৃয়ার্ধের শুরুতেই আবারও মুহুর মুহু আক্রমণে চলতে থাকে খেলা। খেলার শেষের দুইমিনিট আগে তালা উপজেলার ১০ নাম্বার জার্সিধারি বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড় মেজি কর্নার কিক থেকে তার হেডে বল আশাশুনি উপজেলার গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতে বল পায়ে ভলি করে গোল দেয়। এতে তালা উপজেলা ১-০ গোলে এগিয়ে যায়। খেলায় তালা উপজেলা ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় তালা উপজেলার মেজি
তৃতীয় দিনের খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন নাসিরুদ্দিন তার সহযোগী হিসাবে ইকবাল আলম বাবলু ও পিপুল খান।চতুর্থ রেফারি ছিলেন নাজমুল হুদা।
তৃতীয় দিনের খেলা মাঠে বসে উপভোগ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল,তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার, জাতীয় মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.বদরুল ইসলাম খান বদু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক,আশাশুনি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাজেক্রীস অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাজেক্রীস সদস্য ইকবাল করির খান বাপ্পি, আতিকুর রহমান ছট্টু,বাবর আলী,রুহল আমিন,মাসুুুদ আলী,সাজেক্রীস সচিব শেখ মোস্তাক আহমেদ বাবলু প্রমুখ।
আগামীকাল রবিবার(২১ মার্চ) বিকালে সাড়ে তিনটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ খেলায় দেবহাটা উপজেলা।
Please follow and like us: