সাতক্ষীরায় মিথ্যে মামলার দায় থেকে কৃষক স্বামীর অব্যহতির দাবিতে এক গৃহবধূর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরায় একাধিক অপকর্মের হোতা, সন্ত্রাসী জাহারুলের দায়েরকৃত মিথ্যে মামলার দায় থেকে স্বামীর অব্যহতির দাবি জানিয়েছেন এক গৃহবধূ।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের মোঃ হায়দার আলী মোল্যার স্ত্রী গৃহবধূ মোছাঃ আফরোজা খাতুন এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী হায়দার আলী মোল্যা একজন নিরীহ কৃষক ও বাংলাদেশ আ’লীগের একজন নিবেদিত কর্মী।
গত ১২ মার্চ একই এলাকার শহিদুল মোড়লের ছেলে সাবেক দুর্ধর্ষ শিবির ক্যাডার মিজানুর রহমান ও সন্ত্রাসী জাহারুল ইসলামসহ কয়েকজন
অতর্কিতে আমার স্বামী হায়দার আলীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এঘটনায় আমার স্বামী বাদি হয়ে মিজানুর রহমানকে ১নং ও জাহারুলকে ২ নং আসামি করে ১৩ মার্চ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৮৮/২১।আফরোজা খাতুন অভিযোগ করে বলেন, মামলার দায়েরের খবর জানতে পেরে
মিজানুর ও জাহারুল গংরা আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে। তারা নাটকীয়ভাবে হাসপতালে ভর্তি দেখিয়ে আমার স্বামীকে আসামি করে
কৌশলে সদর থানায় একটি মিথ্যে মামলা দায়ের করে। যার নং-১৮৯/২১। একটি মামলার এজাহার নামীয় আসামি হয়েও সে কিভাবে থানায় গিয়ে আমার স্বামীর নামে মিথ্যে মামলা দায়ের করলো তা আমাদের বোধগম্য নয়। অথচ তাদের মারপিটে গুরুতর আহত আমার স্বামী হায়দার আলী মোল্যাকে কৌশলে ডেকে নিয়ে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। অন্যদিকে আমার স্বামীর
দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আফরোজা খাতুন আরো বলেন, আসামি মিজানুর রহমান ও তার ভাই আসাদুর রহমান বিগত ২০১৩ সালের জামায়াত-শিবিরের নাশকতা ও গাছ
কাটাসহ রাষ্টদ্রোহী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।পরে আসাদুর পালিয়ে মালয়েশিয়ায় চলে গেলেও মিজানুর নিজের ভোল পাল্টে ২০১৬ সালে ছাত্রলীগে যোগদান করে এলাকায় অন্যের জমি দখল, অসহায় নিরীহ মানুষকে মারপিট
করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে এলাকার পরিবেশ অশান্ত করে তুলেছে।
এছাড়া জাহারুল একজন চিহিৃত সন্ত্রাসী ও একাধিক অপকর্মের হোতা। তাদের দায়ের করা মিথ্যে মামালায় আমার নিরীহ স্বামী কারাগারে আটক রয়েছে। ফলে স্বামীর অন্পুস্থিতিতে পাঁচ কন্যা সন্তানকে নিয়ে আমি খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি।
তিনি মিথ্যে মামলার দায় থেকে কৃষক স্বামী হায়দার আলী মোল্যার অব্যহতির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে উক্ত ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।