পাঁচদিনে সারাদেশে বাড়তে পারে তাপমাত্রা
নিউজ ডেস্ক:
আগামী পাঁচদিনে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার রাতে অধিদফতরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্য সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকার পূর্বাভাসে বলা হয়, পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় শনিবার সূর্যাস্ত হবে ৬ টা ১১ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ৬টা ১ মিনিটে।
এতে আরো বলা হয়, আগামী দুইদিন আবহাওয়ার অবস্থা পরিবর্তন হতে পারে। আর আগামী পাঁচদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।