ক্লিনিকাল ওয়েস্ট কালেকশন ও ম্যানেজমেন্ট বিষয়ে ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার মতবিনিময়
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা পৌরসভার পুনঃনির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি ও পরিবেশ
অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম এর সাথে ক্লিনিকাল ওয়েস্ট কালেকশন ও ম্যানেজমেন্ট বিষয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৩টায় সাতক্ষীরা
পৌর মেয়র এর কার্যালয়ে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক
এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান, সহ-
সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক
সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সদস্য বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, শাহীন আলম, আবুল খায়ের,
ফজলুল হক প্রমুখ। এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স
অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার প্রতিষ্ঠানের সাংগঠনিক বিষয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা করা হয়।
সবরকম ওয়েস্ট সুষ্ঠভাবে ব্যস্থাপনার আশ্বাস এবং কর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা করাসহ পর্যাপ্ত
ইকুয়েপমেন্ট দিয়ে সুন্দর সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়৷ এসময় সাতক্ষীরা জেলার বেসরকারী হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকগন এবং জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।